ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা: আনিস খাঁন, মইদুল মিদ্দে, সুদীপ্ত গুপ্ত, স্বপন কোলেদের মৃত্যুর প্রকৃত তদন্ত ও ইনসাফের দাবিতে মঙ্গলবার কলকাতায় ইনসাফ সভা করে এসএফআই, ডিওয়াইএফআই। এদিন সকাল থেকেই সেই সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাম ছাত্র, যুবরা ভিড় জমায় কলকাতার রাজপথে। বেলা যত বাড়তে থাকে তিলোত্তমা কলকাতার রাজপথে ইনসাফের দাবিতে ততই ভিড় বাড়ে বাম ছাত্র যুব কর্মীদের।
এদিকে ইনসাফের দাবিতে হাওড়া ও শিয়ালদহ থেকে শুরু হয় মিছিল। পরে সেই মিছিল গিয়ে মেশে সভাস্থলে। এদিকে বাম ছাত্র যুবদের এদিনের এই কর্মসূচির জেরে কার্যত কলকাতার রাজপথ নেয় লাল ব্রিগেড। এদিকে বামেদের এদিনের এই মিছিল ও সভাস্থলের চেহারা দেখে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। তবে কি আবারো ছাত্র যুবদের হাত ধরে বিজেপিকে পিছনে ফেলে রাজ্যে পালা বদলের স্বপ্ন দেখছে বামেরা।