BREAKING

Friday, 14 October 2022

চেঙ্গাইল ও ফুলেশ্বরের মাঝে আপ লাইন থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ

নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির। এমনি মর্মান্তিক ঘটনা ঘটেছে শুক্রবার সকাল ৯ টা নাগত দক্ষিণ পূর্ব রেলের ফুলেশ্বর ও চেঙ্গাইল স্টেশনের মাঝে। 29/9X ও 29/8X রেল পোস্টের মাঝে আপ লাইনে। এদিকে এঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছেছে রেল পুলিশের কর্মীরা। তবে এখনো পর্যন্ত তারা মৃত ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানতে পারেনি। তবে স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকাল ৯টা থেকে ৯ টা ১৫ মিনিটের মধ্যে। তারা আরো বলেন এদিন সকালে যখন আপ মেদিনীপুর লোকাল যাচ্ছিল ঠিক তখনই ওই ব্যক্তি ওই ট্রেনের গেটে ঝুলছিল। আর তখনই ট্রেন থেকে পড়ে যায় সে। তার মাথায় লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে না কি দুর্ঘটনা এখন তাই তদন্ত করে দেখছে উলুবেড়িয়া থানার জি আর পি কর্মীরা। পাশাপাশি মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।