নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: দীর্ঘ দিন ধরে ঘরছাড়া বাম কর্মীদের ঘরে ফেরাতে গেলে আমতার চন্দ্রপুর গ্রামে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগায় ও কালো পতাকা দেখায় তৃণমূল কর্মীরা। এদিন আমতার চাখালা থেকে ঘরছাড়া বাম কর্মীদের নিয়ে মিছিল করে চন্দ্রপুর গ্রামের পথে ঢোকে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বিশাল মিছিল।
সেই মিছিল চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত পেরিয়ে তৃণমূল কার্যালয়ের কাছে গেলেই সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে লক্ষ করে কালো পতাকা দেখতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা। শুরু হয় গো ব্যাক স্লোগান। এর পরেই সিপিএমের মিছিলের দিকে এগিয়ে আসে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পরে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের হস্তক্ষেপে মিছিল শেষ করে সিপিএম কর্মীরা।
এদিকে মিছিল শুরুর আগে মোহাম্মদ সেলিম, সব্যসাচী চ্যাটার্জীর গাড়ি বার বার পথে আটকায় পুলিশ। প্রথমে রাজাপুরের নারকেলতলার কাছে ও পরে আমতার ১০ নম্বর পোলের কাছে তাদের পথ আটকায় পুলিশ। যদিও সেই বাধাকে উপেক্ষা করে মিছিলের পথে এগিয়ে চলে বাম নেতৃত্ব।