BREAKING

Friday, 3 June 2022

মাধ্যমিকে ফেল করায় রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছাত্রীর, কান্নায় ভেঙে পড়লো পরিবার


রমিত সরকার, নদীয়া: মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় রেললাইনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক স্কুলছাত্রী। এমনি চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ফুলিয়ার নবলা জিপির অধীনে প্রফুল্ল নগরে। পরিবার সূত্রে খবর, নদিয়ার শান্তিপুর ফুলিয়া বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্রী মেঘা সরকার শুক্রবার ইন্টারনেটে রেজাল্ট দেখার পরে বাড়ি থেকে স্কুলে রেজাল্ট আনতে যাচ্ছি বলে বেরিয়ে যায়। আর এরপর সে আর বাড়িতে আসেনি। আর এর পরেই তার খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। পরে পরিবারের লোকজন জানতে পারে বাড়ির কাছেই রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে ঐ স্কুল ছাত্রী মেঘা সরকার।

এর পরেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার, সহ এলাকার বাসিন্দারা। এদিকে এঘটনার জেরে শোকস্তব্ধ গোটা এলাকা। যদিও পরে রেললাইন থেকে মৃত ওই ছাত্রীর ছাত্রীর দেহ উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট জিআরপি পুলিশ। এদিকে সূত্রের খবর গত দু’বছর আগে ওই স্কুল ছাত্রীর বাবাও রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছিলো।  আর তারপর থেকেই খুবই কষ্টের সাথে ওই স্কুল ছাত্রীর মা তার এবং দাদার পড়াশোনার সমস্ত খরচ জোগাড় করতো বলে জানা গেছে। এদিকে মেঘার এহেন পরিণতি যেন কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবারের লোকজন।