BREAKING

Saturday, 4 June 2022

BREAKING: আগামী এক মাস এই শাখায় বন্ধ থাকবে LOCAL TRAIN


ডেস্ক রিপোর্ট: আবারও যাত্রী ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে ব্যান্ডেলে। জানা যাচ্ছে গোটা জুন মাসটা জুড়েই বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচল। লাইনের রক্ষণাবেক্ষণ ও ইন্টারলকিং কাজ চলার কারণে গত কয়েক দিন আগেই ৭২ ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল এই ব্যান্ডেল স্টেশনে। আর এবার পূর্ব রেলের তরফে জানা গেছে, ফের আজ শনিবার ৪ জুন থেকে শুরু হচ্ছে বেন্ডেল স্টেশনে 'ইন্টারলকিং সিস্টেমের' কাজ। এর ফলে আজ, শনিবার থেকে শুরু করে আগামী ৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। এর ফলে আগামী এক মাস ভোগান্তিতে পড়তে পারে ওই শাখার ট্রেন যাত্রীরা।