ডেস্ক রিপোর্ট: দেশের মানুষের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার পেট্রোল-ডিজেলের ক্ষেত্রে বড় রকমের কেন্দ্রীয় শুল্ক ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। আর তার জেরেই কমতে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। জানা যাচ্ছে এই শুল্ক ছাড়ের ফলে পেট্রোলের দামে লিটার প্রতি দাম কমল ৯টাকা এবং ডিজেলের প্রতি লিটারে দাম কমল ৭ টাকা করে৷
পাশাপাশি উজ্জ্বলা যোজনার অধীনে রান্নার গ্যাসে ২০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্ৰ৷ আর সেকথাই আজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি তিনি দেশের রাজ্য গুলিকেও জ্বালানির ওপর থেকে তাদের শুল্ক কমানোর জন্য অনুরোধ জানিয়েছেন৷