ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ভ্যাপসা গরমের পর অবশেষে জেলায় জেলায় শুরু হলো কালবৈশাখী ও বৃষ্টি। শনিবার বিকাল ৪ টের সময় করে হঠাৎই ঘন কালো মেঘে ঢেকে যায় কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা গুলির আকাশ। আর মুহূর্তের মধ্যেই অন্ধকারে ঢেকে যায় চারিদিক। আর সেই অবস্থায় সন্ধ্যার আগেই গাড়ির হেডলাইট জেলে কলকাতার রাজপথে চলতে থাকে যানবাহন।
আর তার কিছুক্ষণ পরেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় কালবৈশাখীর দাপট সাথে শুরু হয় প্রচন্ড বৃষ্টি। জানা যায় এদিন বিকালের পর কালবৈশাখী হয় কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, দুই মেদিনীপুর সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায়। আর এদিনের এই হঠাৎ কালবৈশাখী ও বৃষ্টির জেরে বেশকিছুটা কমেছে তাপমাত্রার পারদ। আর তার জেরেই ভ্যাপসা গরমের হাত থেকে কিছুটা মুক্তি পেয়েছে রাজ্যবাসী।