নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: দক্ষিণ পূর্ব রেলের বাউড়িয়া পূর্ব রেল গেটের কারণে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় সাধারণ মানুষ থেকে মুমূর্ষ রোগীকে, স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে এলাকার শ্রমিকদের। ফলে সময় মত জায়গায় পৌঁছতে বাধ্য হয়েই বন্ধ রেল গেট ও লাইন ঝুঁকিনিয়ে পারাপার করে মানুষ। আর তার জেরে প্রায়শই ঘটে দুর্ঘটনা, ঘটে প্রাণহানির ঘটনাও। দীর্ঘ দিন ধরেই মানুষের দাবি ছিল বাউড়িয়ায় হোক উড়ালপুল। অবশেষে এলো সেই খুশির খবর। বাউড়িয়ায় তৈরি হতে চলেছে নতুন উড়ালপুল।
জানা গেছে মানুষের দাবি নিয়ে বার বার কেন্দ্রের কাছে উড়ালপুলের দাবি জানিয়েছিল উলুবেড়িয়ার প্রয়াত সাংসদ সুলতান আহমেদ। আর তার পর বাউড়িয়ায় উড়ালপুল তৈরি নিয়ে কেন্দ্রের কাছে বারবার দাবি জানায় উলুবেড়িয়ার বর্তমান সাংসদ সাজদা আহমেদ। অবশেষে সেই উড়ালপুল তৈরির কাজে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র এমনটাই খবর সূত্রের। জানা যাচ্ছে প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে রেল ও রাজ্যের যৌথ উদ্যোগে তৈরি হবে এই উড়ালপুলটি। ইতিমধ্যে উড়ালপুল তৈরির জন্য চিহ্নিত করা হয়েছে জমিও।
পাশাপাশি উড়ালপুল তৈরির জন্য জমি দিতে ইচ্ছুক প্রায় ৪৩ জন জমি দাতাকে নিয়ে এক বৈঠক করবে প্রশাসনিক কর্তারা এমনটাই খবর সূত্রের। আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে উড়ালপুল তৈরির কাজ। এদিকে বাউড়িয়ায় উড়ালপুল তৈরি হলে স্বাভাবিক ভাবেই অনেকটাই সময় বাঁচবে সাধারণ মানুষের। কারণ এই গুরুত্বপূর্ণ রেল স্টেশনের একদিকে রয়েছে হুগলি নদী, আর সেই নদী পথ পেরিয়ে মানুষ যাতয়াত করে হাওড়া থেকে দক্ষিণ ২৪ পরগণার বাজবজের মধ্যে। যার এক দিকে রয়েছে ১৬ নম্বর জাতীয় সড়কের মত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। এদিকে বাউড়িয়া উড়ালপুল তৈরীর খবরে স্বাভাবিক ভাবেই খুশি বাউড়িয়াবাসীও।