BREAKING

Tuesday, 18 April 2023

পানীয় জলের দাবিতে জয়পুর বাগনান রাজ্য সড়কের কলসডিহিতে পথ অবরোধ স্থানীয়দের


নিজেস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে চলছে গরমের প্রবল দাবদাহ। আর সেই দাবদাহের মাঝেই পর্যাপ্ত পানীয় জল না পেয়ে ১৭ এপ্রিল সোমবার জয়পুর বাগনান রাজ্য সড়কের কলসডিহিতে পথ অবরোধে সামিল হলো গ্রামবাসীরা। জানা যায় আমতা-২ ব্লকের অন্তর্গত ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলসডিহি গ্রামে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানিয় জল পৌঁছালেও, গত কয়েক দিন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না সেই পানীয় জল। আর তাই পর্যাপ্ত পানীয় জলের দাবিতে সোমবার পথ অবরোধে সামিল হয় কলসডিহি গ্রামের বাসিন্দাদের একাংশ। এদিকে দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে এসে পৌছায় জয়পুর থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়  পানীয় জলের দাবিতে বিক্ষোভরত অবরোধকারীরা।