BREAKING

Sunday, 16 April 2023

গরমের জেরে সপ্তাহ জুড়ে ছুটি সরকারি স্কুল, কলেজ


নিজেস্ব প্রতিনিধি: রাজ্যে দিন দিন বেড়ে চলেছে গরমের পারদ। ইতিমধ্যে গ্রীষ্মের উষ্ণতার পারদ পৌঁছেছে ৪২ ডিগ্রি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের ১২ জেলায় আগামী ১৯ তারিখ পর্যন্ত। এদিকে রাজ্যের স্কুল, কলেজ গুলিতে গ্রীষ্মের ছুটি ২৪ শে মের পরিবর্তে ২ রা মে থেকে দেওয়ার কথা থাকলেও গ্রীষ্মের প্রখর দাবদাহের জেরে আগামী ১৭ ই এপ্রিল সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আগামী শুক্রবার পর্যন্ত ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে এই মর্মে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। পাশাপাশি অত্যাধিক গরমে যাতে রাজ্যের বেসরকারি স্কুল গুলিও ছুটি দেওয়া হয় সেই মর্মে রাজ্যের বেসরকারি স্কুল গুলির কাছে আবেদন জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।