BREAKING

Sunday, 16 April 2023

ডাঃ বিধানচন্দ্র রায় স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে শ্যামসুন্দরচকে রক্তদান শিবির

ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া: গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে রক্তের ঘাটতি। আর সেই রক্তের ঘারতি কমাতে ১৬ ই এপ্রিল রবিবার এগিয়ে এলো উলুবেড়িয়া পৌরসভার-৮ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দরচকে অনুষ্ঠিত হলো এক মহতী রক্তদান শিবির। মূলত ডাঃ বিধান চন্দ্র রায় স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই রক্তদান শিবির। আর এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, পৌরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, উলুবেড়িয়া পৌরসভার-৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বিনা প্রামানিক, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক দাস, রঘুদেবপুর পঞ্চায়েতের উপ প্রধান শেখ জুবের আলম সহ অন্যান্যরা। আর এদিনের এই রক্তদান শিবির থেকে মোট ৪২ জন রক্তদাতা তাদের রক্তদান করে বলে জানা গেছে। এদিকে মহতী এই রক্তদান শিবির আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস।