BREAKING

Friday, 14 April 2023

Panchayat Election-2023:কারা প্রার্থী হতে পারবে না পঞ্চায়েত ভোটে, জানিয়ে দিল কমিশন

ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা: আসন্ন পঞ্চায়েত ভোটে কারা প্রার্থী হতে পারবে ও কারা প্রার্থী হতে পারবেনা তার একটি নির্দেশিকা দিল রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে জেলা শাসকদের কাছে পৌঁছে গেছে সেই নির্দেশিকা। যাতে খুব স্পষ্ট ভাবে বলা হয়েছে পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেনা, রেশন ডিলার ও তার পরিবারের সদস্যরা, পঞ্চায়েতের রাজস্ব আদায়করি ও তার পরিবারের সদস্যরা, প্রার্থী হতে পারবেনা সিভিক ভোলেনটিয়ার্স, ভিলেজ পুলিশ, প্রার্থী হতে পারবেনা গ্রীন পুলিশ, ইউথ ভোলেনটিয়ার্স, এএনএম-১ ও ২ অন্তর্ভুক্ত কর্মীরা। পাশাপাশি শিক্ষাবন্ধু, স্কিল টেকনিক্যাল পার্সেন, ভিএলই কর্মী, গ্রাম রোজগার সেবকেরাও হতে পারবেনা প্রার্থী। পাশাপাশি বলা হয়েছে চুক্তি ভিত্তিক চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে প্রার্থী হতে পারবেনা। যদি তথ্য গোপন করে কেউ মনোনয়ন পত্র জমা দেয় সেক্ষেত্রে বাতিল হবে মনোনয়ন পত্র।