BREAKING

Saturday, 8 April 2023

ঘোষালচকে দুয়ারে সরকার শিবির পরিদর্শনে বিডিও


নিজেস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প গুলি সাধারণ মানুষের কাছে আরোও বেশি বেশি করে পৌঁছে দিতে পুনরায় গত ১ লা নভেম্বর থেকে রাজ্য জুড়ে দুয়ারে সরকার শিবিরের ষষ্ঠ পর্যায় শিবির চালু করেছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসাবে গত ইংরাজির ৮ ই এপ্রিল শনিবার উলুবেড়িয়া দুই নম্বর ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষালচক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার শিবির। আর ওই দিনের ওই দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন উলুবেড়িয়া দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অতনু দাস, পাশাপাশি উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শেখ জুবের আলম সহ অন্যান্যরা। এদিন তারা ঘুরে  দেখেন গোটা দুয়ারে সরকার শিবিরটি। পাশাপাশি তারা কথা বলেন, দুয়ারে সরকার শিবিরে আসা সাধারণ মানুষের সঙ্গে। শোনেন তাদের অভিযোগ গুলিও।