BREAKING

Monday, 20 March 2023

Panchayat Election 2023: জেলা শাসকের নির্দেশেই ভোটকর্মী নিয়োগ, জারি হলো বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট: আসন্ন পঞ্চায়েত  ভোট নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ব্যাবহার করা যাবে ভোটের কাজে। রাজ্যের সরকারি, সরকার সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ব্যাবহার করা যাবে ভোট কর্মী হিসেবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মী ও আধিকারিকদের নিয়োগ ও তাদের প্রশিক্ষণ সম্পর্কে কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে এক বিজ্ঞপ্তি। যাতে স্পষ্ট করে আরো বলা হয়েছে, পঞ্চায়েত ভোটে নিযুক্ত জেলা নির্বাচনী আধিকারিকের নির্দেশে নিয়োগ করা হবে ভোট কর্মী ও প্রিসাইডিং আধিকারিকদের। যেখানে প্রতি জেলার জেলা শাসকেরা থাকবেন নির্বাচনী আধিকারিক হিসাবে। অন্যদিকে আরো স্পষ্ট করে বলা হয়েছে প্রার্থী বা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের কাউকে ভোটকর্মী হিসাবে যাতে নিয়োগ না করা হয় সে বিষয়েও নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি যে ব্লক বা এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই অঞ্চলের আবাসিক বা সেই ঠিকানার কাউকেও ভোটকর্মী দলে রাখা যাবেনা বলেও কমিশনের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে ইলেকশন ম্যানেজমেন্ট পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট দফতর বা প্রতিষ্ঠান থেকে ভোটকর্মী হওয়ার উপযুক্ত কর্মচারিদের তালিকা পাওয়ার পর যোগ্য প্রার্থীদের বেছে নিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে। মহকুমা ও ব্লক স্তরে দু দফায় ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানা গেছে।