BREAKING

Tuesday, 14 March 2023

নলপুরে রেল অবরোধ হকারদের

ডেস্ক রিপোর্ট: হকারদের একাধিক দাবি দাবা নিয়ে মঙ্গলবার দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার নলপুরে রেল অবরোধ করলো লোকাল ট্রেনের হকাররা। পরে বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় আন্দোলনরত হকাররা। এদিকে হকারদের এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণ দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে বেশকিছু লোকাল ট্রেন। পাশাপাশি অবরোধের জেরে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ রেল যাত্রী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরা ছাত্র ছাত্রীদেরও।