BREAKING

Tuesday, 14 March 2023

কোলাঘাট কেটিপিপি সমবায় নিবার্চনে জয়ী বামেরা

ডেস্ক রিপোর্ট: আবারও সমবায় নির্বাচনের মধ্যে দিয়ে সমবায় দখল বামেদের। কোলাঘাট কেটিপিপি কর্মী সমবায় ভান্ডারের ভোটে জয়ী হলো বাম সমর্থিত প্রার্থীরা। ওই সমবায়ের ১৫ টি আসনের মধ্যে সিটু সমর্থিত প্রার্থীরা জয়ী হয় ১০ টি আসনে বাকি পাঁচটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এদিকে সামনেই পঞ্চায়েত ভোট, আর সেই পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে সমবায় ভোটে তৃণমূল কংগ্রেসের পরাজয়ে স্বাভাবিক ভাবেই উজ্জীবিত বাম শিবির