BREAKING

Sunday, 19 February 2023

পঞ্চায়েত ভোটের আগে উলুবেড়িয়ার কাঁটাবেড়িয়ায় তৃণমূল ছেড়ে যোগ ফরওয়ার্ড ব্লকে

ডেস্ক রিপোর্ট: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ভাঙন উলুবেড়িয়ায়। জানা যায় উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের কাঁটাবেড়িয়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাযর বড়গ্রামে রবিবার অনুষ্ঠিত হয় ফরওয়ার্ড ব্লকের এক কর্মীসভা। আর সেই কর্মীসভাতেই প্রায় ২০ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগদান করে ফরওয়ার্ড ব্লকে এমনটাই খবর সূত্রের। আর এদিন ফরওয়ার্ড ব্লকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য ডলি রায়, কুতুবুদ্দিন আহমেদ সহ অন্যান্য ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। এদিন তাদের নেতৃত্বেই ঘাস ফুলের পতাকা ছেড়ে ফরওয়ার্ড ব্লকের লাল পতাকা হাতে তুলে নেয় দল বদল করা ওই তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিকে চলতি বছরেই রাজ্যে অনুষ্ঠিত হবে রাজ্যের পঞ্চায়েত ভোট। আর সেই ভোটের আগেই দল বদল করলো ওই তৃণমূল কংগ্রেস কর্মীরা।