BREAKING

Tuesday, 30 November 2021

নরসিংহ দত্ত কলেজের প্রাক্তনীদের উদ্যোগে কদমতলায় রক্তদান শিবিরের উদ্বোধনে বিমান বসু


অভিজিৎ ব্যানার্জী, হাওড়া: করোনা পরিস্থিতিতে রাজ্যের পাশাপাশি রক্তের ঘাটতি দেখা দিয়েছে জেলার একাধিক ব্লাড ব্যাঙ্কে। আর রক্তের সেই ঘরটির জেরে সব থেকে বেশি সমস্যায় পড়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পরিবারের সদস্যরা থেকে শুরু করে মুমূর্ষু রোগীর আত্মীয়রা। আর সেই রক্তের ঘাটতি কিছুটা কমাতে রবিবার এগিয়ে এলো হাওড়ার নরসিংহ দত্ত কলেজের প্রাক্তনীরা। এদিন তাদের উদ্যোগে হাওড়ার কদমতলা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। আর এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আর এদিনের এই রক্তদান শিবির থেকে বহু মানুষই তাদের রক্ত দান করেছে বলে জানা গেছে।