BREAKING

Saturday, 14 May 2022

Breaking: ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ইস্তফা


ডেস্ক রিপোর্ট: ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরায় দীর্ঘ বাম জমানার অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসার পরে তিনিই ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তবে ঠিক কী কারণে তার এই ইস্তফা তা এখনো স্পষ্ট করে কিছুই জানা যায়নি। সূত্রের খবর ইতিমধ্যেই ত্রিপুরার রাজ্যপালের কাছে নিজের ইস্তফা পাঠিয়েছেন বিপ্লব দেব। আর সেখানেই এক লাইনে তিনি লিখেছেন, যে আজ থেকেই যেন এই ইস্তফাপত্র কার্যকর হয় বলে সূত্রের খবর। তবে স্বয়ং মুখ্যমন্ত্রীকে কেন এমন ইস্তফা দিতে হল এখন তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।