BREAKING

Tuesday, 30 November 2021

ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ ড্র

প্রদীপ কুমার সাঁতরা : প্রথম টেস্টের পঞ্চম তথা শেষ দিনে নিউজিল্যান্ডকে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮০ রান। নিউজিল্যান্ড পঞ্চম দিনে ১ উইকেটে ৪ রান নিয়ে ব্যাট করতে নামে। ভারতের এই টেস্ট ম্যাচ জয়ের জন্য দরকার ছিল ৯ টি উইকেট। কিন্তু তা আর হলো কই। নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা প্রথম টেস্ট ম্যাচ ড্র করতে সফল হয়েছে। দিনের প্রথম থেকেই নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা ধীরে ব্যাট করে সময় অতিবাহিত করতে থাকে। দ্বিতীয় ইনিংসে টম লাথাম ৫২ রান ও উইলিয়াম সমারভিল ৩৬ রান করেন। এই দুই ব্যাটসম্যান অনেক বল খরচ করেন এই রান করতে ফলে দিনের অনেকটা সময় অতিবাহিত হয়। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ব্যাক্তিগত ২৪ রানের মাথায় রবীন্দ্র জাডেজার বলে এলবিডব্লিউ হলে ভারতের জয় এর আশা অনেকটা বেড়ে যায়। কিন্তু শেষ দিনের খেলা শেষে ভারতীয় বোলাররা ৯ টি উইকেটের পতন ঘটাতে পারলেন। শেষ দিনের খেলা শেষ হওয়ার আগে পর্যন্ত আর মাত্র ১ টি উইকেট নিতে পারলো না ভারতীয় স্পিনাররা। দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৯ উইকেটে ১৬৫ রান। রচিন রবীন্দ্র ৯১ বলে ১৮ রান ও আজাজ প্যাটেল ২৩ বলে ২ রানে অপরাজিত থেকে এই ম্যাচটিকে ড্র করতে সক্ষম হয়। 
ভারতীয় স্পিনাররা দ্বিতীয় ইনিংসেও ভালোই বোলিং করেন। রবীন্দ্র জাডেজা ৪ টি ও রবীচন্দ্রন অশ্বিন ৩ টি উইকেট নেন। আকসার প্যাটেল ও উমেশ যাদব প্রত্যেকে ১ টি করে উইকেট নেন। 

এই টেস্ট ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে শ্রেয়াস আইয়ারের কাছে। কারণ ভারতের হয়ে এটিই প্রথম অভিষেক টেস্ট ম্যাচ শ্রেয়াস এর। আর এই ম্যাচের প্রথম ইনিংসের শতরান ও দ্বিতীয় ইনিংসে অর্ধ - শতরান করেন শ্রেয়াস। আর তার এই সুন্দর ব্যাটিং পারফরম্যান্সের জন্যই তিনি এই টেস্টে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। 

ম্যাচের সম্পূর্ণ স্কোর কার্ড -
-------------------------------
ভারত (প্রথম ইনিংস) - ৩৪৫/১০ (১১১.১ ওভার) 
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) - ২৯৬/১০ (১৪২.৩ ওভার) 
ভারত (দ্বিতীয় ইনিংস) - ২৩৪/৭ (ডিক্লেয়ার) (৮১ ওভার) 
নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস) - ১৬৫/৯ (৯৮ ওভার) 

ম্যাচ ড্র