BREAKING

Monday, 29 November 2021

ত্রিপুরার জয়কে স্মরণীয় করে রাখতে উলুবেড়িয়ায় বিজেপির জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন


অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: গত রবিবারই প্রকাশিত হয়েছে ত্রিপুরার পৌরসভা নির্বাচনের ফলাফল। আর সেই ফল বেরোনোর পর দেখা গেছে গেরুয়া শিবির তাদের জয়ের ধরা অব্যাহত রেখেছে। আর ত্রিপুরাতে পৌরসভা নির্বাচনে বিজেপির এই জয়লাভে খুশি বিজেপি নেতৃত্ব। আর তাই সেই জয়কে স্মরণীয় করে রাখতে ও ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানাতে। সোমবার উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপি হাওড়া গ্রামীণ কার্যালয়ে বিজেপির দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হলো। আর এদিন বিজেপির দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপি হাওড়া গ্রামীণের সভাপতি প্রত্যুষ মন্ডল। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চা নেত্রী মামণি মালিক সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। আর এদিনের এই কর্মসূচি থেকে ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানান বিজেপি নেতৃত্ব।