BREAKING

Thursday, 16 February 2023

শেষ হল ত্রিপুরা বিধানসভা নির্বাচন


ওয়েব ডেস্ক :- শেষ হল ত্রিপুরা বিধানসভার ভোট গ্রহণ পর্ব। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে শুরু হয় এই ভোট। এদিকে বিকাল ৪ টে পর্যন্ত ভোটদানের হার প্রায় ৬৯.৯ শতাংশ। এদিকে ভোটাররা নৌকায় চেপে ভোট দিতে আসেন। এদিন সকাল থেকে ভোট গ্রহণের সময় প্রায় ৪০ থেকে ৪৫ টি বুথের ইভিএমে ত্রুটি দেখা গিয়েছিল বলে সূত্রের খবর। পাশাপাশি ভোট গ্রহণকে কেন্দ্র করে কাকরাবন, বক্সনগরে চলে বিক্ষিপ্ত অশান্তি। তা ছাড়া মোটের উপর এদিনের এই ভোট ছিল শান্তিপূর্ন। এদিকে বিরোধী বাম-কংগ্রেস জোটের পাশাপাশি তৃণমূলের তরফেও শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো এবং হিংসার অভিযোগ আনা হয়েছে।