BREAKING

Monday, 6 February 2023

সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের সম্মেলন উপলক্ষ্যে বাউড়িয়ায় আলোচনা সভা


নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া:  হাওড়া জেলায় অনুষ্ঠিত হতে চলেছে সারা ভারত ক্ষেতমজুর ১০ ম সম্মেলন। ১৫ থেকে ১৮ ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে হাওড়ার শরৎ সদনে। সেই উপলক্ষে  আলোচনা সভা আয়োজন করে।

গণসংগীতের মধ্যে দিয়ে এদিন শুরু হয় এই আলোচনা সভা।

 " আলোচনার বিষয় ছিল দানবীর শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে ''

বাউড়িয়া নর্থমিল কমরেড রাজকুমার মন্ডল ভবনে। বিকাল ৫ টার সময়। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সি আই টি ইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অনাদি সাহু।

 প্রাক্তন বাম শ্রমমন্ত্রী অনাদি সাহু বলেন
শ্রমিকদের সুরক্ষার জন্য ২৯ টি শ্রম আইন ছিলো। সেই ২৯ টি শ্রম আইন  বাতিল করে ৪ টি শ্রমকোড তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। যা একপ্রকার শ্রমিকদের ক্ষতি করেছে। তাই তার বিরুদ্ধে গোটা দেশজুড়ে শ্রমজীবী মানুষকে সংগঠিত করে আন্দোলনকে আরো শক্তিশালী করতে হবে।

 শ্রম দপ্তর শ্রমিকদের দাবি  মানতে চাইছে না। শ্রমিকদের সুরক্ষার জন্য আগে একটা আইন তৈরি হয়েছিল। কারখানায় কর্মরত শ্রমিকরা তাদের পরিবারের জন্য ডিএ অ্যানাউন্স, বোনাস, ইএসআই ও প্রভিডেন্ট ফান্ড বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পেতেন। এখন প্রভিডেন্ট ফান্ডের টাকা শেয়ার মার্কেটে খাটিয়ে একশ্রেণি পুঁজিবাদীদের হাতকে আরো শক্তিশালী করছে। শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার হনন করা হচ্ছে। তারই বিরুদ্ধে অসংগঠিত শ্রমিকদের আগামী ৭ই ফেব্রুয়ারি রাসমণি রোডে একটি সমাবেশ হবে। সংগঠিত শ্রমিকদের আন্দোলনকে আরো দীর্ঘায়িত করতে আগামী দিনে আরো গণআন্দোলন তৈরি করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।

উপস্থিত ছিলেন হাওড়া জেলার ( সি পি আই এম ) র সম্পাদক মন্ডলীর সদস্য নবীন ঘোষ ও মনোজ ব্যানার্জী। ( সি আই টি ইউ ) নেতা সামসুল মিদ্দে।
উলুবেড়িয়া পৌর-উত্তর ( সি আই টি ইউ ) লোকাল কমিটির  সমম্বয় কমিটির আহ্বায়ক জাখির  হোসেন।