BREAKING

Friday, 3 February 2023

বাগনানে ভয়াবহ আগুনে ভস্মীভূত প্রায় ২০ টি দোকান

সবুজ বটব্যাল ও বিশ্বজিৎ বেড়ার, বাগনান: হাওড়া-বাগনান স্টেশন লাগোয়া রেজিস্ট্রি অফিসের গলির মার্কেটে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ বিধ্বংসী আগুন লাগে। আর সেই আগুনের জেরে প্রায় কুড়িটি দোকান সম্পূর্ণ রূপে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুন লাগার পরে প্রথমে স্থানীয় বাসিন্দারাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা ব্যার্থ করে স্থানীয়দের সেই চেষ্টা। পরে ঘটনাস্থলে এসে পৌছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। তাদের প্রায় দীর্ঘ দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। এদিকে আগুনের জেরে বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, স্থানীয় দোকানদার থেকে ব্যাবসায়ীরা। তবে প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে লেগেছে এই আগুন।