BREAKING

Monday, 30 January 2023

১৬ নম্বর জাতীয় সড়কে বাইকের সাথে ট্রাকের সংঘর্ষ! আহত দুই


ওয়েব ডেস্ক :- ১৬ নম্বর জাতীয় সড়কের শা পাড়ার কাছে জাতীয় সড়কের কলকাতা মুখী লেন ধরে যাবার সময় একটি বাইক ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি ১০ চাকার একটি ট্রাকে। আর এঘটনায় গুরুতর আহত হয় দুই বাইক আরোহী। এদিকে ওই দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে থাকে ওই বাইক আরোহীরা। পরে ঘটনাস্থলে পৌছায় স্থানীয়রা, পৌছায় উলুবেড়িয়া থানার পুলিশ। তারাই আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক আরোহীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় উলুবেড়িয়া মহুকুমা হাসপাতালে। এদিকে ওই ট্রাকের চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উলুবেড়িয়া থানার ট্রাফিক পুলিশ ওই ট্রাকটিকে ধাওয়া করে আটক করলেও, পলাতক ট্রাকের চালক। এদিকে দুর্ঘটনায় হওয়া ওই বাইক আরোহীদের পরিচয় জানা যাইনি।