নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: বাস ও বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। আর এঘটনার জেরে প্রাণ গেল এক রেল কর্মীর। এমনি মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার উলুবেড়িয়া- শ্যামপুর রোডের বনমালীপুর এলাকায়। সূত্রের খবর মৃত ওই ব্যক্তির নাম কল্যাণ বালিয়াল, বয়স আনুমানিক ৫৭ বছর। জানা যায় এদিন কাজ সেরে বাড়ি ফিরছিল ওই রেলকর্মী। ঠিক সেই সময় কমলপুর-বারাসাত রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই রেল কর্মীর বাইককে ধাক্কা মারে। এবং ঘটনাস্থলেই ছিটকে পড়েন সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। এদিকে ঘাতক ওই বাসটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Saturday, 28 January 2023
বাস ও বাইকের সংঘর্ষে প্রাণ গেল রেল কর্মীর

About Ajana Bangla
alistarbot is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Howrah
Labels:
Howrah