BREAKING

Tuesday, 18 April 2023

দীর্ঘ ছয় ঘন্টা পর উদ্ধার বেঙ্গল মনিটর লিজার্ড


নিজেস্ব সংবাদদাতা: আবারও বাগনানের গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার বেঙ্গল মনিটর লিজার্ড। জানা যায় ১৮ ই এপ্রিল মঙ্গলবার বাগনান খালোড়ে পরিমল বেরার বাড়ির পাশে দুটি পাঁচিলের মধ্যে মাত্র ৩০ সেমি ফাঁকে আটকে যায় একটি পূর্নবয়স্ক বেঙ্গল মনিটর লিজার্ড বা গোসাপ। আর সেই খবর শ্রীবাস বেরা মারফত যায় উলুবেড়িয়া বন বিভাগে। পরে ঘটনাস্থলে এসে পৌছায় বন বিভাগের কর্মীরা তাদের দীর্ঘ চেষ্টা তেও উদ্ধার না করতে পারে। পরে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়ার বিট অফিসার। আসে পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক ও রঘুনাথ মান্না এবং সেখান থেকে তারা উদ্ধার করে ওই গোসাপটিকে। জানা যায় তীব্র তাপপ্রবাহের মধ্যে তারা সবাই মিলে পাঁচিল ভেঙে প্রায় ৬ ঘন্টা পর ওই গোসাপ টিকে উদ্ধার করতে সক্ষম হয় এবং বাড়ির লোকের আবেদনে তাকে ওই এলাকারই এক জলাশয়ের পাশে মুক্ত করা হয়।