BREAKING

Wednesday, 3 May 2023

পুকুরের জলে কারখানার রাসায়নিক মেশায় মৃত্যু হল লক্ষাধিক টাকার মাছের


নিজেস্ব প্রতিনিধি: কারখানার রাসায়নিক মিশ্রিত জল পুকুরের জলে মিশে মৃত্যু হলো লক্ষাধিক টাকার মাছের। ঘটনাটি ঘটেছে আমতা-১ নম্বর ব্লকের খরদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জঞ্জালীচক এলাকায়। স্থাণীয় ওই মাছ চাষীর অভিযোগ পুকুর সংলগ্ন এলাকায় রয়েছে একটি কারখানা। আর সেই কারখানার রাসায়নিক জল এসে মিশছে পুকুরে। আর তার জেরেই বুধবার সকালে ওই মাছচাষি দেখতে পায় তার পুকুরের সব মাছ মারা গেছে। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন ওই মাছ চাষী। তার অভিযোগ কারখানা কর্তৃপক্ষকে বার বার বলেও  কারখানার রাসায়নিক পদার্থ মিশ্রিত জল নিষ্কাশনের জন্য কোন ব্যাবস্থা করেনি ওই কারখানা কর্তৃপক্ষ