নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল উলুবেড়িয়ার ফুলেশ্বরের এক বেসরকারি হাসপাতালের নার্সিং কর্মীর। এমনি মর্মান্তিক ঘটনা ঘটেছে শুক্রবার দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে।
জানা গেছে শুক্রবার সকালে নিজের ডিউটি সেরে বাড়ি ফেরার জন্য তিনি ফুলেশ্বর স্টেশন থেকে ট্রেনে ওঠে। কিন্তু ট্রেন চালুর পর তিনি দেখেন তার মোবাইল ফোনটি পরে রয়েছে স্টেশনের যাত্রী আসনে। আর তখনই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে ঘটে এই বিপত্তি বলে সূত্রের খবর। জানা গেছে মৃত ওই নার্সিং কর্মীর নাম শিবানী ঘড়ুই বয়স আনুমানিক ২৫ বছরের কাছাকাছি। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বলে জানা গেছে।