আজকের দিন পঞ্জিকা ( আজ রবি বার 2 রা জানুয়ারি, 2022)
নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা:
■ আজকের তারিখ ■
● আজকের ইংরেজির তারিখ - 2 রা জানুয়ারি 2022, রবি বার।
● আজকের বাংলার তারিখ - ১৭ ই পৌষ, ১৪২৮ রবি বার।
■ আজ 2 রা জানুয়ারি রবি বারের সূর্যোদয় ও সূর্যাস্ত (কলকাতা) ■
● আজ 2 রা জানুয়ারি রবিবার বারের সূর্যোদয় - সকাল ০৬ টা ২০ মিনিটে (06:20 am)
● আজ 2 রা জানুয়ারি রবি বারের সূর্যাস্ত বিকাল- ০৪ টে ৫৭ মিনিটে (04:57 pm)
■ আজ 2 রা জানুয়ারি রবি বারের চন্দ্রোদয় ও চন্দ্রাস্ত (কলকাতা) ■
● আজ 2 রা জানুয়ারি রবি বারের চন্দ্রোদয় কিন্তু - বিকাল ০৩ টে ৩১ মিনিটে (03:31 pm)
● পাশাপাশি আজ 2 রা জানুয়ারি রবি বারের চন্দ্রাস্ত কিন্তু - শনি বার ভোর ০৪ টে ২৬ মিনিটে (04:26 am)
■ আজ 2 রা জানুয়ারি 2022 রবি বারের তিথি ■
● আজ 2 রা জানুযারি রবি বারের তিথি প্রধানত আমাবস্যা - যা চলবে সোমবার রাত ১২ টা ৫২ (00.52 Am) মিনিট পর্যন্ত। পরে শুক্ল প্রতিপদ তিথি শুরু।
■ আজ রবি বারের নক্ষত্র ■
● আজ রবি বার নক্ষত্র কিন্তু মূলা নক্ষত্র। যা চলবে 2 রা জানুয়ারি, রবি বার বিকাল ৪ টা ২৪ মিনিট (04:24 PM) পর্যন্ত। পরে কিন্তু পূর্বাসাড়া নক্ষত্র।
■ আজ রবি বারের যোগ ■
● আজ রবি বার কিন্তু বুদ্ধি যোগ - যা চলবে রবি বার 2 রা জানুয়ারি, সকাল ৯ টা ৪১মিনিট (9:41 Am) পর্যন্ত থাকবে। পরে কিন্তু শুরু হবে ধ্রুব যোগ।
■ আজ রবি বারের করণ ■
● আজ রবি বারের করণ কিন্তু চতুষ্পাদ করণ - যা 2 রা জানুয়ারি, রবি বার দুপুর ১ টা ৫৩ মিনিট (1:53 Pm) পর্যন্ত থাকবে। পরের করণ কিন্তুগ্ণ করণ।
■ আজ রবি বারের জন্ম রাশি ■
● আজ রবি বার জন্ম রাশি কিন্তু ধনু ●
■ আজ 2 রা জানুয়ারি রবি বারের কিছু বিশেষ তথ্য ■
● আজ ২ রা জানুয়ারি ১৯৭৬ সালে প্রখ্যাত সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় প্রয়াত হন। আজ তার তিরোধান দিবস।
● পাশাপাশি ১৯৮৯ সালের ২ রা ডিসেম্বর প্রখ্যাত নাট্যকার সফদার হাশমি প্রয়াত হন
আজ ২ রা জানুয়ারি রবি বার দিনটি সকলের সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।