নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: গত কয়েক দিন রাজ্যে পূবালী হওয়ার দাপটে বাড়তে শুরু করেছিল তাপমাত্রার পারদ। এদিকে সেই প্রভাব কাটিয়ে ইংরেজি নতুন বছরের শুরুতেই আবারও রাজ্যে নামতে শুরু করেছে তাপমাত্রা পারদ। পাশাপাশি রবি বার রাজ্যের বেশকিছু জেলায় বইতে পারে উত্তরে হাওয়াও। ফলে তার জন্য রাতের দিকে আরো কিছুটা নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ।
এদিকে আজ রবি বার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে আজ বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে সর্বোচ্চ ৮১% ও সর্বনিম্ন ৪৪ % এর আশেপাশে।
এদিকে কলকাতা ও তার আশেপাশের জেলা গুলিতে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির কোন পূর্বাভাস নেই। কলকাতা ও তার আশে পাশে আগামী ২৪ ঘন্টায় আকাশ প্রধানত পরিস্কার থাকবে।
■ এদিকে আজ রবি বার রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা ■
● কলকাতা- 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
● দার্জিলিং- 02 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● জলপাইগুড়ি-11 ডিগ্রিরসেলসিয়াসের আশেপাশে থাকবে
● কালিংপং-04 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● কোচবিহার-12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● শিলিগুড়ি-11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● রায়গঞ্জ- 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● উত্তর দিনাজপুর- 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● মালদা- 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● মুর্শিদাবাদ- 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● বহরমপুর- 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● কৃষ্ণনগর- 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● পানাগর- 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● দুর্গাপুর- 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● আসানসোল- 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● রামপুরহাট- 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● সিউড়ি- 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● শান্তিনিকেতন- 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● সিঙ্গুর- 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● হাওড়া- 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● উলুবেড়িয়া- 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● বজবজ- 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● ক্যানিং- 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● রায়দিঘি- 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● সাগর- 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● দিঘা- 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● কাঁথি- 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● হলদিয়া- 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● খড়গপুর- 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● চন্দ্রোকনা- 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● রঘুনাথপুর- 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● পাড়া- 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● ঝাড়গ্রাম- 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● বাঁকুড়া- 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে
● ইন্দাস- 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে