নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: আবারও ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটলো ১৬ নম্বর জাতীয় সড়কের মনসাতলায় জাতীয় সড়কের খড়গপুর গামী লেনে। জানা যাচ্ছে মঙ্গলবার সকাল ৯ নাগত এমনি ঘটনা ঘটে। এদিন সকালে উলুবেড়িয়ার বিরশিবপুরের হেরিটেজ মিশনের একটি গাড়ি স্কুলের ছাত্র, ছাত্রীদের নিয়ে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জাতীয় সড়কের পাশের একটি লাইট পোস্টে। ঘটনায় গুরুতর আহত হয় গাড়িতে থাকা চার পড়ুয়া সহ পাঁচ জন।
এদিকে দুর্ঘটনার পরেই স্থানীয়রাই হাত দেয় উদ্ধারে, পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। তারাই আহত ছাত্র, ছাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ গাড়িটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে নিয়ে যায়। তবে ১৬ নম্বর জাতীয় সড়কে কিভাবে বারবার এমন দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
এদিকে উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন আহত গাড়ির চালক জানান এদিন তিনি নলপুর ও বাউড়িয়া থেকে ছাত্র, ছাত্রী নিয়ে ফেরার সময় ঘটে দুর্ঘটনা।