BREAKING

Tuesday, 22 November 2022

পাঁচলায় আগুনে ভস্মিভূত টিফিনের দোকান

নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: দুপুর একটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া পাঁচলার কুলাইয়ের একটি টিফিনের দোকানে। জানা যায়, মঙ্গলবার দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ আগে ওই দোকানের মালিক সুনীল পাঁজা অন্যান্য দিনের মতোই দোকান বন্ধ করে বাড়িতে যায়। কিন্তু বাড়িতে যাওয়া মাত্রই তার কাছে খবর যায় তার দোকানে আগুন লেগেছে। খবর পেয়েই সুনীল দ্রুত দোকানে এসে দেখে দাউ দাউ করে জ্বলছে তার দোকান ঘরটি।
এদিকে দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রাই এগিয়ে আসে আগুন নেভানোর কাজে। তারাই প্রথমে জল দিয়ে আগুন নেভাতে চেষ্টা চালায়। আর তার মধ্যেই হঠাৎ করে ওই দোকানের মধ্যে থাকা গ্যাস সিলেন্ডার আচমকাই বিস্ফোরণ হয়। আর এর পরেই মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় গোটা দোকান ঘর। এদিকে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে উলুবেড়িয়া থেকে এসে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। এসে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ। এদিকে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটনাস্থল হওয়ায় সেখানে পুলিশের একটি জলকমান।

এদিকে আগুনের লেলিহান শিখার জেরে ওই দোকানের ২৫ থেকে ৩০ ফুট উপরে থাকা বিদ্যুতের তারও ঝলসে যায়। যার জন্য গোটা এলাকায় করে রাখা হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন। এদিকে দমকল কর্মীদের দীর্ঘ প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে আগুন দোকানটি পুরোপুরি ভষ্যিভূত হয়ে গেছে। কিন্তু আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুই জানা যায়নি