নিজেস্ব প্রতিবেদন, হাওড়া: এবার আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদন করা যাবে লক্ষীর ভান্ডারের জন্য। যদি দুয়ারে সরকার শিবিরে আঁধার কার্ড ও স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া লক্ষীর ভান্ডারের জন্য কোনও আবেদন আসে, তাহলে সেই আবেদন গুলিকে গ্রাহ্য করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
প্রসঙ্গত গত ১লা নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পঞ্চম দপার দুয়ারে সরকার শিবির। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আর চলতি দুয়ারে সরকার শিবির গুলিতে আধার বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকা মহিলাদের আবেদন নেওয়া হচ্ছে না বলে অভিযোগ আসছিল সরকারের কাছে। আর সেই খবর পেয়েই এই পদক্ষেপ গ্রহণ করল রাজ্য।