BREAKING

Saturday, 19 November 2022

বাউড়িয়া থেকে উদ্ধার চেঞ্জেবল হক ঈগল


নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: গ্রামীণ হাওড়ার বাউড়িয়া থানার অন্তর্গত সন্তোষপুর কালীবাড়ি এলাকা থেকে উদ্ধার হয় একটি বড় ঈগল। শুক্রবার সকালে ওই ঈগলটিকে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা স্থানীয় রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জয় মাইতির মাধ্যমে খবর দেয় বনদপ্তরে। এবং পরে ওই বৃহতাকৃতির ঈগলটি তারা তুলে দেয় বনদপ্তরের হাতে। আপাতত ওই ঈগলটিকে পর্যবেক্ষণের জন্য গড়চুমুক প্রাণী কেন্দ্রে রাখা হয়েছে বলে খবর।