নিজেস্ব প্রতিবেদন, হাওড়া: লেভেল ক্রসিং সংলগ্ন রাস্তায় কাজের জন্য শুক্রবার রাত্রী ৯ টা থেকে শনিবার ভোর ৫ টা পর্যন্ত বন্ধ রইলো রেল গেট। আর তার জেরে চরম ভোগান্তিতে পড়তে হলো সাধারণ মানুষকে। জানা যায় শুক্রবার রাত ৯ টা থেকে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার বাউড়িয়া পূর্ব রেল গেট সংলগ্ন এলাকায় একটি রাস্তার কাজে হাত দেয় ওই কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ঠিকা সংস্থা। কিন্ত কোন ধরনের আগাম নোটিশ ছাড়াই এই কাজের জেরে দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয় বাউড়িয়া পূর্ব রেল গেটটি এমনটাই অভিযোগ ওই রেল গেট দিয়ে যাতয়াতকারী সাধারণ মানুষ থেকে গাড়ির চালকেরা।
এদিকে এঘটনার জেরে ওই রেল গেটে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষ। আর তার পরেই সংশ্লিষ্ট ঠিকা সংস্থার পক্ষ থেকে লাগানো হয় একটি বিজ্ঞপ্তি। যাতে ইংরেজিতে লেখা থাকে কাজ চলছে। তাতে কোথাও লেখা ছিলোনা রেল গেট বন্ধের সময় ও তার কারণ। আর রাস্তা সংস্কারের নামে সাধারণ মানুষের যে ভোগান্তি তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।