BREAKING

Saturday, 19 November 2022

দুয়ারে সরকার শিবির থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার

নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: গিয়েছিল দুয়ারে সরকার শিবিরে, আর সেখান থেকে ফেরার পথে লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো মহিলার। শনিবার দুপুরে এমনি মর্মান্তিক ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার উলুবেড়িয়া ও ফুলেশ্বরের মাঝে ডাউন লাইনে। জানা যায় এদিন উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে চলছিল উলুবেড়িয়া পৌরসভার দুয়ারে সরকার শিবির। সেখানেই গিয়েছিল ফুলেশ্বর মিত্তির পাড়ার বাসিন্দা বছর ৪০ এর বর্ণালী ভট্টাচার্য। আর সেখান থেকে ফেরার পথে রেল লাইন পেরোতে গিয়ে এমন পরিণতি।

এদিকে এমন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় উলুবেড়িয়া থানার জিআরপি। তারাই ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। এদিকে এঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে ফুলেশ্বর মিত্তির পাড়া এলাকাতেও।