নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: বছর ঘুরলেই আগামী বছরে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে উলুবেড়িয়া উত্তর বিধানসভায় বড় ধাক্কা খেল বিরোধীরা। শুক্রবার উলুবেড়িয়া উত্তর বিধানসভার অন্তর্গত আমতা বাস স্ট্যান্ডে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় কয়েকশো পরিবার যোগ দেয় শাসক দল তৃণমূল কংগ্রেসে।
এদিন তৃণমূল কংগ্রেসের এই অনুষ্ঠান থেকে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেয় উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডাঃ নির্মল মাঝি। বিধায়ক ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। মূলত রাজ্য সরকারের উন্নয়নে সামিল হতেই বিজেপি ও সিপিএম থেকে শাসক দলে যোগদান বলে খবর।