BREAKING

Friday, 18 November 2022

বাগনানে পাওয়া প্রাচীন মূর্তি উদ্ধার ঘিরে উত্তেজনা

নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: গত ১০ মাস আগে গ্রামীণ হাওড়ার বাগনানের ওলানপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার হয় একটি প্রাচীন বিষ্ণু মূর্তি। আর পরে সেই খবর ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন এলাকায়। এর পর দামোদর থেকে বয়ে গেছে অনেক জল। এরই মাঝে সেই প্রাচীন মূর্তিটি পর্যবেক্ষণ করে যায় আরকোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বা (ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের) লোক জন। এদিকে গ্রামের মানুষ ওই ওলানপাড়ায় মন্দির নির্মাণ করে তাতে প্রতিষ্ঠা করে ফেলে বিষ্ণু মূর্তিটি।

এরই মাঝে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে চিঠি পেয়ে শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে বাগনান-১ নম্বর ব্লকের ওলানপাড়া শিব তলায় মূর্তিটি আনতে যায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল। সঙ্গে যায় উলুবেড়িয়ার এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। যান স্থানীয় বিধায়ক অরুণাভ সেন সহ ব্লক প্রশাসনের কর্তারা। এদিকে মূর্তি আনতে গেলে প্রথমে স্থানীয়দের বাঁধার মুখে পড়ে পুলিশ প্রশাসন। যদিও পরে ওই প্রাচীন ওই মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায় আরিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা।

এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা যায় পুকুর খননের সময় উদ্ধার হওয়া ওই প্রাচীন বিষ্ণু মূর্তিটি প্রায় ৮০০ বছরের আগের। ফলে এটি দেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন।