BREAKING

Saturday, 4 June 2022

Breaking: হাওড়ায় শুটআউট, যুবককে লক্ষ করে গুলি


ডেস্ক রিপোর্ট: হাওড়ার চ্যাটার্জী হাট থানার অন্তর্গত ভরচার্য পাড়া এলাকায় এক যুবককে লক্ষ করে গুলি। সূত্র মারফত জানা যাচ্ছে বাইকে করে আসে তিন জন তাদের মধ্যেই এক জন গুলি চালায় ওই যুবককে লক্ষ করে। তবে গুলি তার গায়ের কাছ দিয়ে যাওয়ার ফলে অল্পের জন্য রক্ষা পায় ওই যুবক। ইতিমধ্যে ওই তিন দুষ্কৃতীর খোঁজে গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ বলে সূত্রের খবর।