BREAKING

Monday, 12 September 2022

আমতা থানায় স্মারকলিপি বাম ছাত্র, যুব সংগঠনের


নিজেস্ব সংবাদদাতা, হাওড়া: আমতার প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের খুড়তুতো ভাই সালমান খানের উপর গত শুক্রবার রাতে অতর্কিতে ধারালো অস্থ দিয়ে হামলা চালায় তার উপর। বর্তমানে সালমান উলুবেড়িয়া মহ কুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এই সালমানএ  খা ন মৃত ছাত্র ছাত্রনেতা আনিস খনের খুনের সাক্ষী। আর তাই প্রমান লোপাটের জেরেই এই কান্ড ঘটিয়ে ছে দুষ্কৃতীরা দাবি বাম নেতৃত্বের পাশাপাশি তার পরিবারের।
   

        

পরে বাম ছাত্র যুবরা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমতার কলাতলা থেকে মিছিল শুরু করে আমতা থানায় স্মারকলিপি দিতে যায়। যেখানে নেতৃত্বে ছিলেন মীনাক্ষী মুখার্জী, সৃজন ভট্টাচার্য, ধ্রুবজ্যোতি সাহারা। পরে সেই মিছিল এসে শেষ হয় আমতা থানার সামনে। সেখানেই রাস্তার উপর প্রতিবাদ সভা করে বাম ছাত্র যুবরা। পরে তাদের এক প্রতিনিধি দল যায় আমতা থানায় একাধিক দাবিতে স্মারকলিপি দিতে। যার মধ্যে অন্যতম সালমানের হামলাকারীদের অভিলম্বে শাস্তি দেওয়ার দাবি।
এদিকে বাম ছাত্র যুবদের আমতা থানা অভিযান ঘিরে কঠোর পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আমতা থানা।