নিজেস্ব প্রতিনিধি, হাওড়া: আমতার প্রতিবাদী ছাত্র নেতা আনিস খাঁনের খুঁড়তুতো ভাই সালমান খাঁনের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ সালমানের পরিবারের। তার পরিবারের বক্তব্য শুক্রবার রাতে সালমান যখন বাড়ির বাইরে বাথরুমে যায় তখনই তার উপর অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। এর পরে মাটিতে পড়ে যায় সে পরে তার স্ত্রী দেখে চিৎকার করলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
আর এরপরই গুরুতর রক্তাক্ত ও আহত অবস্থায় সালমানকে প্রথমে বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাগনান হাসপাতালের চিকিৎসকেরা তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে উলুবেড়িয়া হাসপাতালের সিসি ইউতে চিকিৎসা চলছে সালমানের। এদিকে এদিনের এই ঘটনার জেরে শনিবার ঘটনার তদন্তে ঘটনাস্থলে যায় আমতা থানার পুলিশ আধিকারিকরা। পরে ঘটনাস্থলে যায় সি আই ডির একটি দল।
প্রসঙ্গত সালমান ছিল আনিস ঘটনার অন্যতম সাক্ষী। আর তাই সাক্ষী লোপাটের জেরে এমন হামলা বলে অভিযোগ পরিবারের। এদিকে এঘটনার পর শনিবার সালমান খাঁনের বাড়িতে যায় বামেদের এক প্রতিনিধি দল। সালমানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এসএফআই ও ডিওয়াইএফআই রাজ্যে নেতৃত্বে। পাশাপাশি হাসপাতালে গিয়ে তারা দেখা করেন সালমানের সঙ্গে। পরে বিকালে এসএফআই ও ডিওয়াইএফআই হাওড়া জেলা কমিটির উদ্যোগে আমতা থানায় বিক্ষোভ দেখায় তারা। দাবি জানায় ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির