ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ রবিবার সকালেই পরিনত হয়েছে "ঘূর্ণিঝড়" অশনিতে। যা মূলত আছড়ে পড়তে পারে অন্ধ্র, উপকূলে। পরে তা ক্রমশ এগিয়ে প্রবেশ করতে পারে বাংলাদেশের দিকে। আর তার জেরেই সোমবার থেকে রাজ্যের উপকূলীয় অঞ্চলের জেলা গুলিতে ভারী থেকে অতিভারি বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
পাশাপাশি ওই সমস্ত জেলার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে পরবর্তী নির্দেশ না আশা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে মাঠে থাকা পাকা ধান কাটার পাশাপাশি তা তুলে ফেলারও পরামর্শ দেওয়া হয়েছে।