অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: গত বৃহস্পতিবারই গেছে তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের প্রথম বর্ষপূর্তি। পাশাপাশি বাংলায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সরকারের একাদশতম বর্ষপূর্তি হয়েছে। আর সরকারের সেই একাদশতম বর্ষপূর্তি উপলক্ষে, রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে জনসংযোগ যাত্রা। আর তারই অঙ্গ হিসাবে আজ রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত-৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল এক জনসংযোগ যাত্রা।
এদিনের এই জনসংযোগ যাত্রা উলুবেড়িয়া পৌরসভার-৮ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ার ৫৬ নম্বর বুথের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ করেন ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আর এদিনের এই জনসংযোগ যাত্রায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার-৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় পৌরমাতা বীণা প্রামাণিক। পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার-৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৌশিক দাস সহ ওই এলাকার একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকরা।
এদিন পৌরমাতা বীণা প্রামাণিক ও ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৌশিক দাস তারা এলাকার বাড়ি বাড়ি গিয়ে এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। শুধু তাই নয় কথা বলার পাশাপাশি তারা ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে জানতে চান যে, তারা ঠিকঠাক সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা? পাশাপাশি আগামী দিনে আরো বেশি করে যাতে সরকারি প্রকল্প গুলি যাতে ওই এলাকার বাসিন্দারা পায়। তার জন্য তারা আশ্বস্থও করেন স্থানীয় বাসিন্দাদের।