ওয়েব ডেস্ক: গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে ঝড়, বৃষ্টি। আর সেই ঝড়, বৃষ্টির জেরে তীব্র তাপপ্রবাহের হাত থেকে কিছুটা রেহাই পেয়েছে সাধারণ মানুষ। এদিকে আজ বুধবারও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড় বৃষ্টির কথা জানিয়েছে মৌসম ভবন।
সূত্রের খবর, আজ বুধবার আর কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে তারা। শুধু তাই নয় এই বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪৫ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝড়ও।
পাশাপাশি আজই দক্ষিণ আন্দামান সাগরে দানা বাঁধতে পারে একটি ঘূর্ণাবর্ত। যা পরে দানা বাঁধতে নিম্নচাপে। পরেতা আরও শক্তিশালী হয়ে রূপনিতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের।