অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: গত এক মাস উপবাসের মধ্যে দিয়ে রমজান পালনের পর। গতকাল মঙ্গলবার নানা অনুষ্ঠানের মাধ্যমে দেশ জুড়ে পালিত হয়েছে খুশির ঈদ উৎসব। আর সেই ঈদ উপলক্ষে এবছর তাদের ২১ তম লোক সংস্কৃতি ও সম্প্রীতি মেলার সূচনা করলো বাউড়িয়া নার্থমিল অরুনোদয় ক্লাব।
মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব সংলগ্ন মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসপি, ডিইবি, হাওড়া গ্রামীণ, পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার-১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ফিরোজ বেগম, উলুবেড়িয়া-২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সাহিনা বেগম, ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী কাজী আতিয়ার রহমান, ক্লাবের অন্যতম যুগ্ম সম্পাদক মিলন খাঁন সহ সমাজের অন্যতম বিশিষ্টজনেরা।
এদিকে এই মেলা উদ্বোধনের আগে বাউড়িয়া নার্থমিল অরুনোদয় ক্লাবের অন্যতম যুগ্ম সম্পাদক মিলন খাঁন বলেন, গত দুই বছর করোনা কাল কাটিয়ে আমরা আবারও এবছরে আবারও আয়োজন করতে পেরেছি এই লোক সংস্কৃতি ও সম্প্রীতি মেলার। যা আজ ৩ রা মে থেকে শুরু হয়ে চলবে আগামী ১০ ই মে পর্যন্ত। পাশাপাশি তিনি আরও বলেন, মেলা মঞ্চে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। পাশাপাশি আগামী ৯ ই মে গ্রীষ্মে কালীন রক্তের সংকট কিছুটা মেটাতে থাকছে রক্তদান শিবির বলে জানান তিনি।