রমিত সরকার, কৃষ্ণনগর: নদীয়া জেলার কৃষ্ণনগরের পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ঘোষলেনে দুপুর ২:৩০ নাগাদ একটি টোটোর সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হওয়ায় । বাইক আরোহী জখম হয় । সাময়িক অজ্ঞান হয়ে যায় হাত কেটে গিয়ে রক্তপাত ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই পাড়ার কিছু মানুষের উদ্যোগে তারা টোটো অবরোধ করেন। যার ফলে বহু টোটো চালকের সঙ্গে ওই পাড়ার মানুষের বচসার সৃষ্টি হয়
এই পাড়ার অধিবাসীদের দাবি বহুদিন যাবত তাদের পারা দিয়ে টোটো চলাচল করছে তাদের ঘর থেকে বেরোনোই এখন কষ্টদায়ক হয়ে উঠেছে আজকে একবার নয় এরকম বহুদিন ধরে বহু মানুষ টোটোর উপদ্রবে আহত হচ্ছেন। তারা আরো জানান সকাল থেকে রাত অব্দি এখানে টোটো যাওয়ার কারণে শুধু যে যানজটে সৃষ্টি হয়ে অসুবিধা সৃষ্টি করেছে তার নয় । সারাদিন এক কলহলের মধ্যে দিয়ে দিন কাটছে। যার ফলে শান্তিতে কোন কাজকর্ম করা দায়ের হয়ে যাচ্ছে । নির্বাচনের আগে রাস্তা নির্মাণ হলেও অধিক টোটো যাতায়াতের কারণে রাস্তার বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হচ্ছে। অপরদিকে টোটো চালকদের দাবি স্টেশন থেকে বউবাজার যাওয়ার রাস্তাটির একটি অংশ ভগ্নদশা অবস্থা সেখান দিয়ে টোটো চালালে যে কোন সময় টোটো পালটি খেতে পারে সেই কারণেই তারা এখান দিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
আবার অপরদিকে কিছু টোটো চালক অবরোধ করার পিলারটি তুলে সাইড করে যাওয়ার চেষ্টা করলে পাড়ার লোকেরা বাধাদেন ও ঝামেলা বাঁধে।
কিছু পথচারীদের দাবি এখান দিয়ে তারা রোজ সকাল এবং বিকালে স্টেশন যান কিন্তু এই টোটোর উপদ্রব্যের কারণে এই রাস্তা দিয়ে যাওয়াই এখন মুশকিলের হয়ে দাঁড়িয়েছে।