নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: সারা দেশের পাশাপাশি শুক্রবার এরাজ্যেও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হবে জন্মাষ্টমী মহোৎসবের অনুষ্ঠান। আর তার আগে বৃহস্পতিবার জন্মাষ্টমী মহোৎসবের উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন রঘুদেবপুরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমারোহ সমিতির উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। আর এদিন ফিতে কেটে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।
পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি হাওড়া গ্রামীণের সভাপতি অরুন উদয় পালচৌধুরী, বিজেপি নেতা প্রত্যুষ মন্ডল। পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁচলা ছোট খসমরা শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের মহারাজ স্বামী শুদ্ধগুনাত্মানন্দ মহারাজ। বিশিষ্ট ক্রীড়াবিদ অতনু লাহিড়ী, অশোক কুমার পায়রা সহ আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এদিকে এদিন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসবের উদ্বোধনের পর রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধিকারণ করেন ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা মোড়। পরে তিনি অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার বেশ কিছু মানুষের হাতে তুলে দেয় গীতা ও তুলসী গাছে চারা।