BREAKING

Wednesday, 17 August 2022

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃতার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিল উলুবেড়িয়া পৌরসভা


নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: গত মাসে উলুবেড়িয়া পৌরসভার-৩২ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক মহিলার। আর এবার সেই মৃতা মহিলার পাশে দাঁড়ালো উলুবেড়িয়া পৌরসভা। মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে রাজ্য সরকারের দেওয়া আর্থিক ৫ লক্ষ টাকার সাহায্যের চেক তুলে দেয় তার পরিবারের সদস্যের হাতে।

এদিন উলুবেড়িয়া পৌরসভার এই আর্থিক সাহায্য বাবদ চেক তুলে দেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস। পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান। উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান পরিষদ সদস্য তথা ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আকবর। এদিকে আর্থিক সাহায্য পাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি মৃতার পরিবারও।