নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: গতকাল মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভার ডাম্পিং ল্যান্ড থেকে উদ্ধার হয় মৃত প্রায় ১৭ থেকে ২০ টি ভ্রূণ। আর এঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও পরে ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ এসে মৃত ভ্রূণ গুলিকে উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।
এদিকে এঘটনার পরে নড়েচড়ে বসে উলুবেড়িয়া পৌরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে ঘটনার তদন্তের জন্য উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্তকারী দল। পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।
আর বুধবার দুপুরে উলুবেড়িয়ার বেশ কয়েকটি নার্সিংহোমে অভিযান চালায় দুই দলের যৌথ প্রতিনিধিরা। যেখানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ সিএমওএইচ দলের প্রতিনিধিরা। এদিন তারা খতিয়ে দেখে নার্সিংহোম গুলির কাগজ পত্র। জানা গেছে আগামী ২৪ শে আগস্টের মধ্যে উলুবেড়িয়ার সমস্ত নার্সিংহোম গুলিকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে। এদিকে আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানা গেছে।